(ক)মিউটেশন/নামজারীঃ
মিউটেশন/নামজারীর আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হয়-
(১) ক্রয়ক্ষেত্রে ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি।
(২) মৃত্যুরক্ষেত্রে ওয়ারিশ সনদপত্র।
(৩) হেবা দলিলের ক্ষেত্রে হেবা দলিলেরকপি।
এবং সকল রেকর্ডীয়পর্চা/খতিয়ানের সার্টিফাইড কপি।
মিউটেশনবাবদখরচঃ
(১) আবেদনের কোর্টফি =৫.০০টাকা।
(২) নোটিশ জারীরফি =২.০০টাকা।
(৩) রেকর্ড সংশোধনফি =২০০.০০টাকা।
(৪) পর্চাফি =৪৩.০০টাকা।
মোট=২৫০.০০টাকা (দুইশতপঞ্চাশটাকা)।
কতদিনে মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হবেঃ
মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে সর্বোচ্চ ৪৫(পয়তাল্লিশ) দিনের
মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হবে। মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাস্ত দাখিল করতে হয়।
বিঃদ্রঃ-দরখাস্তজমা দেওয়ার দিন থেকে ৪৫ দিনের মধ্যে মিউটেশন কেস নিস্পত্তি না হলে এবং উল্লেখিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবী করলে সহকারী কমিশনার (ভূমি)/উপজেলা নির্বাহী অফিসার/রেভিনিউ ডেপুটি কালেক্টর /অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)/জেলা প্রশাসক-এর সাথে যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস