Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
In Faridpur Union, online data entry activities of various beneficiaries will be started in MIS very soon.
Details

ফরিদপুর ইউনিয়নে অতি শীঘ্রই MIS এ বিভিন্ন ভাতাভোগীদের অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হবে।।

সকল ভাতাভোগীদের অবশ্যই স্বশরীরে ইউনিয়ন পরিষদে উপস্থিত হতে হবে।।

বিধবা এবং বয়স্ক ভাতাভোগীদের ভাতা বই এবং জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি, মোবাইল নং সাথে আনিতে হইবে।।

এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ভাতাভোগীর বই সহ সুবর্ন কার্ড এবং ১৮ বছর পর্যন্ত বিশেষ প্রতিবন্ধীতার ক্ষেত্রে ২৫ বছর পর্যন্ত ডিজিটাল জন্ম সনদ এর ফটোকপি, মোবাইল নং সঙ্গে আনিতে হইবে।।

বি:দ্র: জাতিয় পরিচয় পত্রের ফটোকপির উপরে ভাতাভোগীর মোবাইল নং লিখে আনিতে হইবে এবং সামাজিক দুরত্ব মেনে মাস্ক পরিধান করে আসতে হবে।।

মাস্ক পরিধান বিহীন কোন ভাতাভোগীর ডাটা এন্ট্রি করা হবেনা।।

এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে যাহাদের ডিজিটাল জন্ম সনদ নেই তাহাদের অতি শীঘ্রই ডিজিটাল জন্ম সনদ সংগ্রহ করার জন্য বলা হল।।

ধন্যবাদ।।

Publish Date
20/08/2020